

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবীশহরের গর্ব, সাহসী তরুণ নেতা শামীম হোসেন। তিনি শুধুমাত্র সাতক্ষীরা কিংবা তার নিজ অঞ্চলেই নয়, বরং পুরো বাংলাদেশের তরুণ সমাজের কাছে আজ এক অনুপ্রেরণার নাম। ন্যায়ের প্রশ্নে কখনো আপোষ না করা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমএ (২য় সেমিস্টার, রেগুলার) শিক্ষার্থী।
তাঁর শিক্ষা যাত্রা শুরু হয় আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে, যেখানে তিনি ২০১৭ সালে এসএসসি এবং ২০১৯ সালে দেবহাটা, সখিপুরের সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। শামীম হোসেন বিশ্বাস করেন, নেতৃত্ব মানে শুধুই উচ্চ কণ্ঠ নয়, বরং দায়িত্ব, আত্মমর্যাদা ও জনগণের পাশে দাঁড়ানোর সাহস।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রসমাজ যখন পরিবর্তনের এক নতুন দিশা খুঁজছে, তখন শামীম হোসেন উঠে এসেছেন ন্যায়ের, সাহসিকতা এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে। তিনি প্রমাণ করেছেন, লড়াই মানেই ভয় নয়, নেতৃত্ব মানেই শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার দায়িত্ব নেওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্র সমাজের উন্নয়নে শামীম হোসেনের প্রতিশ্রুতি:
১. সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ ও ন্যায্যতা প্রতিষ্ঠা।
২. দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও কার্যকর ডাকসু গঠন।
৩. ছাত্রাবাসের আবাসন সংকট নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ।
৪. বিশ্ববিদ্যালয়ে সবার জন্য নিরাপদ, সহনশীল ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা।
৫. ক্যারিয়ার কাউন্সেলিং, স্টার্টআপ সাপোর্ট ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন।
৬. মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবার উন্নয়ন ও সহজপ্রাপ্যতা নিশ্চিত।
৭. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা।
৮. বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা।
সাতক্ষীরার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম গর্বিত এই সন্তানকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায় জাতীয় পর্যায়ে। একজন গর্বিত সাতক্ষীরাবাসী হিসেবে বলা যায়, শামীম হোসেন আমাদের আশা, আমাদের সাহস, আমাদের প্রতিনিধি।
সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে, শামীম হোসেনের মতো সাহসী, সৎ ও অঙ্গীকারবদ্ধ নেতৃত্বই ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের ছাত্র রাজনীতিকে নতুন আলোর পথে নিয়ে যেতে পারে। তাই ফোরামের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি বিনীত আহ্বান,
আপনার মূল্যবান ভোট দিন শামীম হোসেনকে এবং ভোট দিন, পরিবর্তনের পক্ষে।