Thursday, April 25সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

শখের ছাঁদ বাগান মেটাচ্ছে পারিবারিক পুষ্টি চাহিদা

সাইফুজ্জামান, মেহেরপুর: ছাঁদ বাগানে মিটছে পারিবারিক পুষ্টি চাহিদা। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেন দোতলা বাড়ির ছাঁদে গড়ে তুলেছেন একখণ্ড বাগান। বাগান জুড়ে সবুজের সমারোহ। বিভিন্ন রকমের ফল, সবজি ও ফুলের গাছ লাগিয়ে তৈরী করেছেন দৃষ্টিনন্দন এ বাগান।ইট পাথরের মেঝেতে তেরী ছাঁদ বাগান যা ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। এ বাগান দেখে অনেকেই উদ্ধুদ্ধ হচ্ছেন। বাগানে উৎপাদিত ফল মূল দিয়ে পরিবারের বাড়তি চাহিদা মিটিয়েও বন্ধু বান্ধব, আত্মীয়, স্বজনদের মাঝে বিতরণ করছেন। এতে করে না মানসিক প্রশান্তির পাশাপাশি বাগান পরিচর্যার মাধ্যমে অবসর সময়কে কাজে লাগাচ্ছেন তিনি। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে শিল্পকারখানা আর আবাসনের চাপে কমছে আবাদি ও ফসলি জমি। এতে করে আস্তে আস্তে ছোট হয়ে আসছে কৃষি জমির পরিধি। ইট পাথর আর কংক্রিটের রাজত্বে ফসলি জমির পরিমাণ কমে যাওয়ায় ফল মূল, চাষাবাদ ও গাছ রোপনের জায়গার ঘাটতি দেখা দিয়েছে। তাই শখ করে অনেকে ফল,ফুল কিংবা সবজি চাষে পরিবারের পুষ্টি চাহিদা পূরনের জন্য ছাঁদ বাগান করছেন। মোহাম্মদ ইসমাইল হোসেন লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে বাসার ছাঁদে শখ করে গড়ে তুলেছেন বাগান। এ ছাঁদ বাগানে আছে পেয়ারা,মাল্টা,আমড়া,কুল,আনার,জাম্বুরা,ছফেদা,কামরাঙ্গা,শরিফা সহ ২৫ প্রজাতির ফলের গাছ এছাড়াও কাঁচামরিচ,লেটুস,পালংশাক,গাজর সহ বিভিন্ন প্রকার সবজি। আর ফুলের গাছ গুলো শোভা বিলিয়ে দিচ্ছে হাসনাহেনা, জবা,কামিনী,বাগান বিলাস,এডেনিয়াম, পানচেটিয়া,কাঠ গোলাপ,অর্কিড, বেলী, নাঁগচাপা,কাটামুকুট সহ নাম না জানা অনেক ফুল। বর্তমানে বিভিন্ন প্রকার ফল মূল সবজির সমারোহ আছে। বাগানটি অর্গানিক হওয়ার কারণে কীটনাশক মুক্ত ফল ও সবজি পাচ্ছেন। সারাবছরই থাকে এ ছাঁদ বাগানে ফলের সমারোহ।
মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন,কৃষির প্রতি ভালোবাসা থেকে বাগানটি করেছি। পরিবারের বাড়তি পুষ্টি চাহিদা মিটছে। সেইসাথে অবসর সময় কাটিয়ে মানসিক প্রশান্তি মিলছে।
এ বাগান দেখে অনেকেই এখন ছাঁদ বাগান করছেন। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে।

শেয়ার বাটন