Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

রিপোটার্স ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধি।। দেবহাটা রিপোটার্স ক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১ আগষ্ট, ২২ ইং সকাল ১১ টায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান। রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহনা টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সাতনদীর স্টাফ রিপোর্টার ওমর ফারুক মুকুল, রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, কার্য্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম বাদলসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় শোক দিবস মাল্যদান সহ যথাযথভাবে পালন করা এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হবে বলে জানিয়েছেন।

শেয়ার বাটন