

কত আশা অপূর্ণ থাকে জীবনের
কত স্বপ্নের পালক খসে পড়ে অনাহুত
অনিকেত ইচ্ছেগুলো তাই ঘুরে বেড়ায়
নোঙ্গরহীন বন্দরে বন্দরে।।
কত স্বচ্ছ জল নর্দমায় পচে দুর্গন্ধ ছড়ায়
কত উর্বর সোনালী মাটি ধুয়ে যায়
সাগরের জলে।।
খেলার ছলে কত প্রেম বাসা বাঁধে হৃদয়ের ঘরে
আবার খেলার ছলে কত হৃদয় ভেসে যায়
ছলনার জোয়ারে।।
যাযাবর মন তাই থামে না কোথাও
বিশ্বাসে বাঁধে না কোন ঘর।।