Thursday, April 25সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ম্যানেজিং কমিটির সভাপতি বিক্রি করল মাদ্রাসার পাঠ্য বই

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলা বেড়ীমাথা আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী ও সুপার মাওলানা দিদারুল ইসলাম যোগসাজসে মাদ্রাসার পাঠ্য বই বিক্রির করে। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোঃ আবু তালেব বইগুলো জব্দ করে।

আজ বুধবার (৫ এপ্রিল) দুপুরে বেড়ীমাথা আদর্শ দাখিল মাদ্রাসার কার্যালয়ে বইগুলো জব্দ হয়।

জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলা বেড়ীমাথা আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী ও সুপার মাওলানা দিদারুল ইসলাম অফিস সহকারীর মাধ্যমে শিক্ষাবর্ষের প্রথম থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ৫শ’ কেজি বই গোপনে বিক্রি করে দেন এক ফেরিওয়ালার কাছে। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন কে বিষয়টি জানালে উনি তাৎক্ষনিক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য নির্দেশ প্রদান করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব বইগুলো জব্দ করে নিয়ে আসে।

মাদ্রার সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারীর বক্তব্য নেওয়ার জন্য উনার মুঠো ফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তালেব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঠ্য বইগুলো জব্দ করে নিয়ে আসি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান, পাঠ্য বইগুলো জব্দ করা হয়েছে, এব্যাপারে মাদ্রাসা প্রদানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে, এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার বাটন