

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুর থেকে গাঁজা ও হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- নাদিম ওরফে বেজী নাদিম। গতকাল রবিবার (২৫ ডিসেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোঃ কামরুজ্জামান জানান, এক মাদক কারবারি মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাদিমকে ৩ কেজি গাঁজা ও ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।
গ্রেফতারকৃত নাদিমকে মোহাম্মদপুর থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।