Saturday, April 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সাইদুল ইসলাম রনি,গাজীপুরঃ সর্বক্ষেত্রে কোটা পুনঃবহাল ও প্রয়োগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাপাসিয়া উপজেলা শাখা স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাপাসিয়া উপজেলা শাখা ও গাজীপুর জেলা কর্তৃক প্রধানমন্ত্রী বরাবর কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি সূত্রে জানা যায়, সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরীতে সর্বক্ষেত্রে কোটা পুনঃবহাল ও প্রয়োগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাপাসিয়া উপজেলা শাখা, গাজীপুর জেলা কর্তৃক প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান।
সুলতান উদ্দিন সহ-সভাপতি গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান, আতিকুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গাজীপুর জেলা শাখা,সাইফুল ইসলাম মোল্লা সদস্য জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কাওছার হোসেন সিকদার শিক্ষা ও মানব সম্পাদক উন্নয়ন সম্পাদক গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শরিফুল ইসলাম সুমন প্রজন্ম বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কামাল হোসেন সরকার যুগ্ম সাধারণ সম্পাদ গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ১১ ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১০০/১৫০ জন সদস্য উপস্হিত ছিলেন।

শেয়ার বাটন