Friday, September 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সভা ও কাউন্সেলিং সেবা প্রদান

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়, ডিএসসিসি, পিএ-৩ কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভা ও কাউন্সেলিং সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় ঢাকার হাজারীবাগ পার্ক নগর মাতৃসদনে সচেতনতামূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি প্লানিং কো-অর্ডিনেটর ডা.তাসনিমা তারিন। তিনি আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়, ডিএসসিসি, পিএ-৩ এর প্রকল্পের কার্যক্রম বিশেষ করে কিশোর-কিশোরীদের কাউন্সেলিং, প্রাথমিক স্বাস্থ্যসেবা সেবার কথা উল্লেখ করেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলী। তিনি বলেন, কৈশোরে শারীরিক, মানসিক এবং নৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে ছেলে-মেয়েরা বড় হয়। এই পরিবর্তনের সময় সঠিক তথ্য, দিক নিদের্শনা এবং পরিবার ও বন্ধুদের ইতিবাচক ব্যবহার ও গ্রহণযোগ্যতা খুব প্রয়োজন। বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক চাপ, অবসাদ, উৎকন্ঠা, ঘুমের সমস্যা, অমনোযোগীতা ও ডিভাইজের প্রতি আসক্তি দেখা যায়। এই অবস্থায় কিভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রূবাইয়া। তিনি বলেন, ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের সকল নগর স্বাস্থ্যকেন্দ্র ও নগর মাতৃসদন, হাজারীবাগে কিশোর-কিশোরীদের সকল ধরনের স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবার জন্য কাউন্সেলিং সেবা দেয়া হয় । কৈশোরে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার প্রতি বিশেষ জোড় দেন।

সচেতনতামূলক সভার পাশাপাশি সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কাঊন্সেলিং সেবা প্রদান করা হয়।

শেয়ার বাটন