Thursday, April 25সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ভ্রাম্যমাণ আদালতে কাঠদিয়ে কয়লা তৈরীর চুল্লি ধ্বংস

বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ বিধ্বংসী কয়লা তৈরীর চুল্লি’র কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান।বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৫টি চুল্লি নষ্ট করা হয়েছে এবং বাকী ৬৪টি চুল্লি নিজ উদ্যোগে ধ্বংসের নির্দেশ দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানের মুচলেকার শর্তে বাকী চুল্লি গুলোর সময় দেয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, জেলা সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ ও জেলা পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন