Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

বৃহত্তর ফরিদপুর উন্নয়ন ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি: বৃহত্তর ফরিদপুর উন্নয়ন ফাউন্ডেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ঢাকার তোপখানা রোড ঢাকাস্থ বাংলাদেশ শিশু কাল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের
নবনির্বাচিত সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট কে এম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুর রহমান সেলিমের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক, বিশিষ্ট লোক সাহিত্য গবেষক,লেখক ও প্রগতিশীল চিন্তাবিদ ড.তপন কুমার বাগচী। অনুষ্ঠানে নবনির্বাচিত বৃহত্তর ফরিদপুর উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাদের নিজ নিজ সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে ফাউন্ডেশনের ঘোষিত উদ্দেশ্য,লক্ষ্য ও কর্মসূচী সমূহের সফল বাস্তবায়নে তাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য অত্যন্ত সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার জন্য দৃঢ় অংগীকার ব্যক্ত করেন। পরিচিতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রকৌশলী মো.আব্দুল খালেক,সহ-সভাপতি মো.কামরুজ্জামান,সহ-সভাপতি গৌরং গলাল মল্লিক,যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমদ,সাহিদা চৌধুরী তন্বী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সফিকুল ইসলাম সফিক,যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান,অর্থ সম্পাদক সাইদুর রহমান,প্রচার সম্পাদক হাফিজুর রহমান,শিক্ষা ও গবেষণা সম্পাদক মতিয়ার রহমান,মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাজীব কুমার অধিকারী,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিখা রানী বিশ্বাস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড.তপন কুমার বাগচী বৃহত্তর ফরিদপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্দেশ্য,লক্ষ্য ও কর্ম
সূচির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে বৃহত্তর ফরিদপুরের সঠিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের যথাযথ অনুসন্ধান ও গবেষণার জন্য তহবিল গঠনে বৃহত্তর ফরিদপুরের দেশপ্রেমিক সমর্থবান ব্যক্তিগণ সহ সরকারী বেসরকারী সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যেয় বৃহত্তর ফরিদপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন তিনি বলেন,
আমরা বৃহত্তর ফরিদপুরের ৪টি জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। বৃহত্তর ফরিদপুরের অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে এই ফাউন্ডেশনের বৃত্তি মজবুত করতে আমরা সবাই একযোগে কাজ করবো। আমাদের উদ্দেশ্য মহৎ আমরা মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে চাই। মূলত মানুষের নানাবিধ অধিকারে আমরা কাজ করবো ও সাথে সর্বদিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। এসময় ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ও বার্তা প্রেরক লিটন বাড়ৈ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন