Friday, April 19সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে তিন কর্মকর্তার পদায়ন

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদায় দুইজন ও পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ ইমাম হোসেন, বিপিএম-সেবাকে একই ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) (চলতি দায়িত্বে) এবং চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট শ্যামল কুমার নাথকে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) (চলতি দায়িত্বে) হিসেবে পদায়ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট ২০২২) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন প্রদান করা হয়।

একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট বেগম ফাহিমা হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (টিআর) হিসেবে পদায়ন করা হয়েছে।

শেয়ার বাটন