Wednesday, September 17সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভ্যর্থনা দিয়েছে ভারতীয় হাইকমিশন

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ হাইব্রিড মডেলে মেয়েদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। বিশ্বকাপ খেলতে ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে বিশ্বকাপ সামনে রেখে গতকাল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভ্যর্থনা দিয়েছে ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মানু ভার্মা এই সংবর্ধনার আয়োজন করেন। বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতি আগাম শুভকামনা জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশ দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বিশ্বকাপ জার্সি ও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার দেওয়া হয়।

শেয়ার বাটন