Monday, September 1সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

বগুড়া ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৪ অক্টোবর ২০২২ বিকাল ০৪ টায় বগুড়ার সদর থানার সেউজগাড়ি তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ০৪ কেজি গাঁজাসহ মোঃ মশিউর রহমান খোকনকে (৪৩) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মশিউর রহমানের বাড়ি বগুড়ার সোনাতলা থানার চমরগাছা ছয়ঘড়িয়া গ্রামে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই দিন রাত ১১.৩০ টায় বগুড়ার সদর থানার রেলওয়ে স্টেশন এলাকায় অপর এক অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ আরিফুল ইসলাম (৩৪) ও মোঃ আল আমিন (৪২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
পরের দিন (০৫ অক্টোবর ২০২২) গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও ডিবি সূত্রে জানা যায়।

শেয়ার বাটন