

মামুন বিল্লাহ ও তরিকুল ইসলাম, নলতা (কালিগঞ্জ) সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় নলতা শরিফ প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিন হয়েছে। গত শনিবার বিকার চার ঘটিকার সময় প্রেসক্লাবের আহবাব কমিটির যুগ্ন আহবায়ক মীর জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে সাধারণ সভায় উক্ত কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিতে আবারো সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নলতা শরীফ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক লোকসমাজ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক নলতা শরীফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক সাত নদীর স্টাফ রিপোর্টার ও দৈনিক সাতক্ষীরার কথা পত্রিকার সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ,এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধ ওদৈনিক সাতক্ষীরার কথার স্টাফ রিপোর্টার আবুল কালাম বিন আকবার, কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি সেলিম শাহরিয়ার, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান পাড়,সাহিত্য সম্পাদক মাস্টার মাহবুবুর রহমান,প্রচার সম্পাদক আবুল হুসাইন, কার্যনির্বাহী সদস্য আবু রায়হান,হারুন আর রশিদ।শনিবার নবনির্বাচিত কমিটি সদস্যরা নলতা শরিফ শাহী জামে মসজিদে আসর নামাজের পর খান বাহাদুর আহসান উল্লাহ কবর জিয়ারত করেন।