

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃড় প্রত্যয় নিয়ে “হিন্দু মুসলিম ভাই ভাই, মিলেমিশে থাকতে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখা কর্তৃক নলতা কালীমাতা মন্দিরের সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করণে মন্দির কমিটির সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
গতকাল রাত ৮ টায় নলতা কালিমতা মন্দির প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আমীর মাও: আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু রাসেল আসকারি, নলতা ইউনিয়ন আমীর আকবার হোসেন, উপজেলা টিম সদস্য মাও: আশরাফ হোসেন, মন্দির কমিটির উপদেষ্টা, সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত মশাই সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সদস্য ও ভক্ত বৃন্দ।