

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৮ তম বার্ষিক পবিত্র ওরছ শরীফ আগামী ১১, ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকারি পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের ন্যায় এবছরও গত ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার নলতায় ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) সাময়িক স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কার্যকারি পরিষদ।
পরে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ৫৮ তম ওরছ শরীফের এক সভায় কার্যকারি পরিষদের সর্বসম্মতিক্রমে আগামী ১১, ১২ ও ১৩ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ রোজ শুক্র, শনি ও রবিবার সাময়িক স্থগিত হওয়া ৫৮ তম ওরছ শরীফ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন।