Friday, April 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নলতায় দরবেশ আলী মন্নুজান স্কুলে প্রতিষ্ঠাতা দিবস, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত

আবুল কালাম বিন আকবার, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার সোনাটিকারী আহ্ছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে ১৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় প্রতিষ্ঠাতা দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও স্কুলের প্রতিষ্ঠাতা মরহুমা আলহাজ্জ মিসেস মন্নুজান খাতুনের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোঃ গোলাম কুদ্দুস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস.এম মুজিবর রহমান (বাবলু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বা উপস্থিত ছিলেন, আলহাজ্জ শিক্ষক রজব আলী, আলহাজ্জ ইদ্রিস আলী, মোঃ আব্দুস সোবহান প্রমূখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, সুমন আহ্ছান ও ভীম সরকার। শিক্ষক শাহিনু রহমানে সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জি.এম আবু ফারহাদ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করার পর মাকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করেন প্রধান শিক্ষক আবু ফারহাদ। সবশেষে স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ মিসেস মন্নুজান খাতুনের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন