Thursday, April 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় রমজানের শেষ সময়ে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক টুকরো ঈদের আনন্দ বয়ে আনলো মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ও আপনজনদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।এম জে এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর খাইরুল আলমের পরিচালনায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়নের আমীর মাস্টার মোঃ আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম এবং নলতা ইউনিয়ন যুব জামায়াত ইসলামীর দায়িত্বশীল মোঃ আশরাফ হোসেন, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জেএফ)এর সাবেক সভাপতি মাসুমা সেরমিজ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, আরিফ হোসেন, আবুল কাশেম, আব্দুল্লাহ, রহিমা খাতুন, আবুল হুসাইন, সাংবাদিক প্রভাষক মামুন বিল্লাহ প্রমুখ।

এ ধরনের মহতী উদ্যোগ সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ। অতিথিরা তাদের বক্তব্যে এমজেএফ-এর এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবান মানুষদের ভবিষ্যতে এমন আরও উদ্যোগ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

উপস্থিত শিক্ষার্থীরা উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং তাদের হাসিমুখ পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এমন সহযোগিতা বিশেষ শিশুদের জীবনে আনন্দ ও উৎসবের বার্তা পৌঁছে দেয়, যা সত্যিই প্রশংসনীয়।

শেয়ার বাটন