Sunday, August 31সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নলতাকে সুন্দর পরিবেশে গড়ে তোলার ক্ষেত্রে মতবিনিময় ও কামিটি গঠন

মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ জুলাই সোমবার বিকাল সাড়ে ৫টায় লেখা পড়ার পাশাপাশি নলতাকে সুন্দর পরিবেশে গড়ে তোলার ক্রেত্রে এক মতবিনিময় ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, নলতা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আনছার আলী, নলতা ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, নলতা মোবারকনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান, ব্যবাসায়ী মোঃ রফিকুল ইসলাম খোকন, যুবলীগ নেতা খাদেমুল ইসলাম তুফান, ব্যাবসায়ী মোঃ রমজান হোসেন বাবু প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার বাটন