Friday, April 19সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

নবাবগঞ্জে কৃষকের ধান কেটে দিলো উপজেলা কৃষক লীগ

মো.শাহীন‌উজ্জামান শাহীন, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় আজ সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা উপজেলার বান্দুরা ইউনিয়নের কৃষক মোহাম্মদ হায়াত আলীর “আলহাদীপুর এলাকায় অবস্থিত ৩৫ শতাংশ জমির” ইরি ধান কেটে দিয়েছে।

নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক ও বনিক বার্তার সাংবাদিক সাদের হোসেন বুলু ও যুগ্ম আহবায়ক শেখ মেহেদী হাসান স্বপনের নেতৃত্বে সংগঠনের ১৫ জন নেতাকর্মী এই ধান কাটার কর্মসূচিতে অংশ নেন।

এসময় কৃষক লীগের আহ্বায়ক সাদের হোসেন বলেন,সরকার কৃষক ও কৃষির উন্নয়নের জন্য
২০২২-২৩ অর্থ বছরের মূল বাজেটে কৃষি খাতে ভর্তুকি রেখে ছিলো ১৬ হাজার কোটি টাকা।

আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় কৃষককে কিছুটা বাড়তি সুযোগ করে দিতে সংশোধিত বাজেটে ভর্তুকি ২৬ হাজার কোটি টাকা করেছে।

এছাড়া করোনাকালীন সময়ের প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে দেশ ও জনগনের কল্যানে কাজ করছেন বাংলাদেশ সরকার।

এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রায় ধান,সার ও বিভিন্ন ধরনের শবজি বীজ দিয়ে কৃষককে সহায়তা করা হচ্ছে।

ধান কাটায় আরো উপস্থিত ছিলেন, কৈলাইল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান মেম্বার,

বান্দুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ কৃষক লীগের মো.বছির প্রমুখ ধান কাটায় শরীক হন।

শেয়ার বাটন