Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটা থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। রবিবার ৪ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান দেবহাটা থানা প্রাঙ্গনে আসলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে নবাগত পুলিশ সুপারকে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল স্বশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহন শেষে পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং জেলা ও থানার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সাতক্ষীরা জেলার এডিশনাল এসপি (অর্থ ও প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইস এন্ড অপস) কনক কুমার দাস, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার দেবহাটা তথা সাতক্ষীরা জেলার নান্দনিক পিকনিক স্পট ইছামতি নদীর কুল ঘেষে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গড়ে তোলা দেবহাটা রুপসী ম্যানগ্রোভে যান এবং সেখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকালে সাতক্ষীরা চলে যান। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন