Monday, September 1সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটা উপজেলা চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, বৃহস্পতিবার ২০ জুন বিকাল ৪টায় উপজেলা চেয়ারম্যানের অফিসে দেবহাটায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফেরদাউস আলফা উপজেলাবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেবহাটা উপজেলা থেকে সকল প্রকারের দূর্নীতি, হয়রানি বন্ধে এবং নাগরিকদের সরকারের সকল সেবা প্রদানের সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান। তিনি সাংবাদিকদের সাথে সাথে সকল মানুষের সহযোগীতা কামনা করে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন,
নিজেসহ তার পরিষদের কেউ যদি অন্যায় দূর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা (জনগন) ব্যবস্থা নিবেন। তার কাছে সরাসরি আসার আহবান জানিয়ে তিনি বলেন, কোন মাধ্যম ছাড়া সরাসরি তার কাছে সকল বিষয়ে জানাতে। তিনি দেবহাটাকে একটি আধুনিক স্মার্ট উপজেলা করতে সকল কাজ করা হবে বলে জানান। এসময় উপজেলা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাবেক আহবায়ক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক আর.কে.বাপ্পা,সভাপতি মোঃ অহিদুজ্জামান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুহুল আমিন,সাংবাদিক
কে.এম রেজাউল করিম, ওমর ফারুক মুকুল, রিয়াজুল ইসলাম আলম, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন