Wednesday, April 24সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তভুক্তি বিষয়ক মত বিনিময় সভা

রফিকুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সক্রিয় অংশ গ্রহন অন্তভুক্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলানায়তনে নাগরিক উদ্যোগ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী রাহিদুল ইসলামের সঞ্চালনায় ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক উদ্যোগের ভলেন্টিয়ার দুলাল দাস। এসময় আরোও বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগের বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, নাগরিক উদ্যোগ চেঞ্জ এজেন্ড উওরা দাস। উপস্থিত ছিলেন, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ, ঋষি ও হিজড়া সহ বিভিন্ন পেশার জনগোষ্ঠী। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান বলেন, হিজড়া এবং ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন জনগোষ্ঠী যারা কোনো রকমে জীবিকা নির্বাহ করে , অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী আমাদের সমাজে যারা দলিত হিসাবে পরিচিত তাদের সরকারী ভাবে সকল প্রকার সহযোগীতা প্রদান করা হবে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালদ হোসেন সিদ্দিকী বলেন, দলিত জনগোষ্ঠীরা সরকারী বিভিন্ন সেবা প্রাপ্তি এবং উন্নয়ন কার্যক্রমে অংশ গ্রহনের ক্ষেত্রে বাধার সম্মূখীন হওয়ার কোনো কারন নেই। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সহায়তায় কর্মরত স্থানীয় পর্যায়ের বিভিন্ন সংস্থার দক্ষতা উন্নয়ন এবং তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সচেতনতা মূলক প্রশিক্ষনে সর্ম্পক্ত করার মাধ্যমে তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে সরকার। তিনি আরোও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী না ভেবে তাদেরকে মূল ধারার মানুষ মনে করছি।

শেয়ার বাটন