Wednesday, April 24সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে এক গৃহবধু সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি \ দেবহাটায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে এক গৃহবধু সংবাদ সম্মেলন করেছেন। দেবহাটা রিপোটার্স ক্লাবে রবিবার ৭আগষ্ট, ২২ ইং তারিখ সকাল ১১ টায় উক্ত সাংবাদিক সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী ইয়াসমিন সুলতানা। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার চাচাতো দেবর আরিফ হোসেন গংদের সাথে একটি জমিজমার বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এবিষয়ে আরিফ গত ইং ১৩/০১/২২ ইং তারিখে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারামতে পি-৯৭/২২ (দেব) মামলা করে। মামলা পরবর্তী আরিফ তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে এবং কুপ্রস্তাবসহ নানারকম ভয়ভীতি দেখাতে থাকে। আমার একটি মেয়ে সন্তান আছে বিধায় নিজের মান সম্মানের দিকে তাকিয়ে আমার স্বামীকে বিষয়টি জানায়। আমি তার প্রস্তাবে রাজি না হলে সে আবারো আমার ও আমার পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়। পরবর্তীতে গত ইং ০১/৮/২২ ইং তারিখ সকাল ৮ টার দিকে পূর্ব শত্রতার জের ধরে মালেক কারিকরের ছেলে আরিফ হোসেন ও আলমগীর হোসেন, আরিফের পিতা মালেক কারিকর, আরিফের মা মঞ্জীলা খাতুন ও আমানত কারিকরের ছেলে আকবর কারিকর সংঘবদ্ধভাবে আমার স্বামী ফারুক ও শশুর আব্দুল খালেককে বিভিন্ন অস্ত্র নিয়ে মারধর করতে থাকে। এসময় আমি ও আমার শাশুড়ি ঠেকাইেতে গেলে তারা আমাদেরকেও মারপিট করে। এঘটনায় আহত অবস্থায় আমার শ^শুর আব্দুল খালেককে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে থানার এএসআই শামীম মামলা রেকর্ড করে দেবে বলে আমাদের নিকট থেকে সকালে ৮ হাজার টাকা গ্রহন করে পরবর্তিতে আবার ১০০০/ হাজার টাকা নিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে বিবাদীদের নিকট থেকে বেশী অবৈধ সুবিধা গ্রহন করে উল্টো আমাদের নামে দেবহাটা থানায় মিথ্যা মামলা রেকর্ড করে এবং আমার দায়োর ও স্বামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। বর্তমানে আমরা অসহায়ভাবে জীবনযাপন করছি। বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার বাটন