

দেবহাটা (সাতক্ষীরা)প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু‘র ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, তৎকালীন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আশরাফ হোসেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী মিজানুর রহমান এফ এস সি ডি নফর বিশ্বাস সুভাষ বাবু সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু রায়হান (তিতু)প্রমুখ। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পরিবার দের মধ্যে সুদমুক্ত ঋন বিতরন করেন ১৪৩ জনের মধ্যে ৩৪ লক্ষ্য ৮৪ হাজার করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।