Thursday, March 28সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় অপরাধীদের বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব) প্রতিনিধি: দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে বাল্য বিবাহ, জুয়া ও অবৈধভাবে বালু কাটার অপরাধে ৪ জনকে পৃথক পৃথকভাবে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদানের আদেশ প্রদান করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এই আদেশ প্রদান করেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে মাকসুদুর রহমান (২১) কে বাল্য বিবাহ করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ প্রদান করা হয়েছে। সে একই গ্রামের মাসুদুর রহমানের মেয়ে সখিপুর কেবিএ কলেজের ১ম বর্ষের ছাত্রী মেহনাজ (১৭) কে বিবাহ করেছে বলে তাকে এই আদেশ প্রদান করা হয়। সাথে সাথে উক্ত নাবালিকা কন্যাকে তার পিতার বাড়িতে থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে রাসেল আমিন (৩২) কে অবৈধভাবে ইছামতি নদী থেকে বালু কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইউএনওর ভ্রাম্যমান আদালতে উপজেলার হাদীপুর গ্রামের মৃত আদর আলীর ছেলে শেখ আহছান আলী (৪৫) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে অনিক ইসলাম (২৮) কে জুয়া খেলার অপরাধে প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার বাটন