

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় মায়ের উপরে মেয়ে ও জামাই কর্তৃক মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে আহত ঐ মাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মা নিজে বাদী হয়ে মেয়ে ও জামাইকে বিবাদী করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মতে জানা গেছে, উপজেলার দাদপুর গ্রামের এলাউর রহমানের স্ত্রী মাহমুদা খানম (৫১) এর মেয়ে শারমিন গত অনুমান ৮ বছর পূর্বে বিয়ের পর থেকে গত অনুমান ১ বছর পূর্ব থেকে তার বাড়ীতে থাকে। ২নং বিবাদী সাতক্ষীরার সুলতানপুরের নজরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম প্রতি সপ্তাহে তাদের বাড়ীতে আসে। ইং-২২/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ৭ টার সময় বাদী বাড়ীতে না থাকার সুযোগে ১নং বিবাদী শারমিন বাদীর ঘরের ভিতরে থাকা টিনের বাক্সের মধ্যে রক্ষিত ৮ আনা ওজনের একটি স্বর্নের চেইন যার মূল্য অনুমান ৫৭,০০০/= টাকা, ৫ আনা ওজনের ১ জোড়া স্বর্নের দুল যার মূল্য অনুমান ৩৫,০০০/= টাকা এবং নগদ ২৫,০০০/=টাকা চুরি করে। এব্যপারে তিরি বলতে গেলে ২নং বিবাদীর ইন্ধনে ১নং বিবাদী আমার বসত ঘরের বারান্দায় তাকে লাথি, চড়, কিল, ঘুষি মেরে তার শরীরের বিভিন্নস্থানে ফোলাজখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মাহমুদা খানম এঘটনার যথাযথ বিচার দাবী করেছেন।