Friday, April 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের লিডারশীপ প্রশিক্ষণ

রফিকুল ইসলাম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের লিডারশীপ ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ জুন সকাল সাড়ে ১১টায় উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা ইন্সপেক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সহকারি ইন্সপেক্টর শাহেদুজ্জামান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুনির হোসেন প্রমুখ। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকরা শিক্ষার কারিগর তাই আপনারা যেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেবেন তার উপরেই তারা শিক্ষা লাভ করবে।

শেয়ার বাটন