Friday, March 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ, “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানের ন্যায় দেবহাটা উপজেলায় প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় প্রানীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রদর্শনী মেলা, প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে উক্ত প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম,খালিদ হোসেন সিদ্দিকী। প্রদর্শনীতে ৫০ টি স্টল, শতাধিক খামারী গরু, বিদেশী মুরগী , ছাগল, বিড়াল, কুকুর, খরগোশ, হাঁস মুরগি, তারকীছ কোচিং মুরগী, স্লিকি মুরগী, কোয়েল, রাজহাঁস, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান। প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা, নাজমুল হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদের সহকারী অফিসার শরিফুল ইসলাম প্রমূখ। এ প্রদর্শণীতে গাভী, ছাগল, ঘোড়া এবং গবাদী পশুর চিকিৎসার স্টল সহ ৫০ টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের পুরস্কৃত করা হয়।

শেয়ার বাটন