Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেবহাটায় আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আমের চারা ও কদবেলসহ বিভিন্ন প্রজাতির চারা রোপনসহ বিতরণ করেছে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জি। সহকারী শিক্ষক হাসান রেজা মুকুল। আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবু সাঈদ। সাধারন সম্পাদক ফিরোজ শাহ আলম। সদস্য রেজাউল করিম, ফেরদৌস, তানভীর রহমান প্রমুখ।

শেয়ার বাটন