Thursday, March 28সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় খুর দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আটক-৩

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে খুর (অস্ত্র) দিয়ে হত্যা চেষ্টার আসামী মামলা রুজুর পরপরই আটক করেছে দেবহাটা থানা পুলিশ। মামলা পরবর্তী এজাহারনামীয় ৩ জন আসামী গ্রেফতার করায় বর্তমানে এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার ৬ মে রাত ৮টার দিকে সখিপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি শালিশ বৈঠক চলাকালীন দক্ষিণ সখিপুর গ্রামের নুর আহস্মদ সরদারের ছেলে শরিফুল ও তার চাচাতো ভাই নুর মোহাম্মদ সরদারের ছেলে ইয়াছিনকে পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণ সখিপুর গ্রামের শফিকুল সরদারের ছেলে মোস্তাকিন বিল্লাহ সরদার (২৫), রফিকুল ড্রাইভারের ছেলে হযরত (৩০) ও পিয়ার আলীর ছেলে আমিরুল গাজী (৩৮)সহ ১০/১২ জন হত্যার উদ্দেশ্যে গলায় খুর (অস্ত্র) দিয়ে পোচ দেয়। এসময় শরিফুলের চাচাতো ভাই আশরাফুল ঠেকাতে গেলে আসামীরা তাকেও খুর দিয়ে পোচ দেয়। আহতদেরকে দ্রুত সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এঘটনায় শরিফুলের ভাই ইস্রাফিল হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ- ০৭/০৫/২০২৩ ইং। ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড। মামলা পরবর্তী উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ও সেকেন্ড অফিসার এসআই শেখ গোলাম আজম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এজাহারনামীয় উপরোল্লিখিত ৩ আসামীতে গ্রেফতার করেন। ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, এধরনের নৃশংস ঘটনায় ৩জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এছাড়া এর সাথে যারা যারা জড়িত সেবিষয়েও তদন্ত চলছে বলে ওসি জানান।

শেয়ার বাটন