Friday, April 19সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

দেবহাটায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা, মাসিক সমন্বয় সভা ও ভোক্তা অধিকার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ মে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা, বালু উত্তোলন, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সীমান্তে বিজিবিদের আরোও বেশি সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, যাতে ভারত থেকে বাংলাদেশে মাদক চোরাচালান না করতে পারে, রাতে ইছামতী নদী থেকে মাছ ধরা বন্ধ করতে হবে, এলাকায় রোহিঙ্গা মেয়েদের বিয়ে করে নিয়ে এসে জন্মনিবন্ধন বা আইডি কার্ড তৈরির অভিযোগ আসছে এবিষয়ে তিনি ইউপি চেয়ারম্যানদের সতর্ক থাকতে বলেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যথাক্রমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরন, বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা ও দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার বাটন