

নিজস্ব প্রতিনিধি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গীর চর থানার ৫৫ নম্বর ওয়ার্ডের একটি মহল্লার নাম “মাহদীনগর”। এই মাহদীনগরে ব্যাপকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। প্রতিনিয়ত প্রচণ্ড দূর্গন্ধ, মশা-মাছির উপদ্রব বেড়েই চলেছে। যার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দিন দিন বাসযোগ্যর অনুপযোগী হয়ে পড়ছে এলাকাটি।
ওই এলাকার বাসিন্দারা জানায়-মাহদীনগর মহল্লায় গড়ে উঠেছে বিভিন্ন হাসপাতালের বজ্য (যেমন: ইনজেকশনের সিরিঞ্জ, সুচ, স্যালাইন, বিভিন্ন রকমের হাসপাতাল বজ্য, যা কিনা পুনরায় ব্যবহার হয়ে থাকতে পারে, যা তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে), কেমিক্যাল মিশ্রিত পলিথিন বজ্য, বিভিন্ন ধরণের প্লাষ্টিকের বোতল, প্লাষ্টিকের পট, ঔষধের খালি বোতল বজ্য ইত্যাদি প্রক্রিয়াকরণ করা হয়। যার ফলে অত্র এলাকাতে প্রচণ্ড দূর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এত বেশী, যা সহ্য করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
মাহদীনগর মহল্লার মধ্য দিয়ে একাধিক রাস্তা বেড়ীবাঁধ মেইন রাস্তার সাথে যুক্ত হয়েছে। ফলে বাংলাদেশের সবচেয়ে বেশী লোক বসবাস করা (প্রায় ২০ লক্ষ) এই কামরাঙ্গীর চর থানার হাজার হাজার লোক এই মাহদীনগর মহল্লার রাস্তা ব্যবহার করে বেড়ীবাঁধের রাস্তায় ওঠে। ফলে প্রতিদিন মাহদীনগর মহল্লার স্থায়ী বাসিন্দা, ভাড়াটিয়া এবং পথচারী প্রচণ্ড দূর্গন্ধযুক্ত, বিপযস্ত পরিবেশের এই রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
মাহদীনগর মহল্লাটি হাজারীবাগ থানার শহীদ বেগম শেখ ফজিলাতুন ন্নেছা মুজিব সরকারি কলেজে, মাহতাব পাম্প এলাকার পশ্চিম পাশে অবস্থিত।মাহদীনগর মহল্লাতে কয়েকশত বাড়ি এবং কয়েক হাজার বাসিন্দা বসবাস করছে। এখানে ৮/১০ তলা বাড়ির সংখ্যাও কম নয়। এ মহল্লাতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং পান্না ব্যাটারীর মতো বড় প্রতিষ্ঠান আছে।
মাহদীনগর মহল্লায় যে সমস্ত লোক উল্লেখিত হাসপাতাল বজ্য, পলিথিন বজ্য, প্ল্যাষ্টিক বজ্য ব্যবসার সাথে জড়িত কিংবা যে সকল জমির মালিক এসব পরিবেশের শত্রুদের ভাড়া দিয়েছে, একাধিকবার মাহদীনগর পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ঐ সকল ব্যবসা বন্ধ করার জন্য মৌখিকভাবে বলা হয়েছে। লিখিতভাবে তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। ৫৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে সাথে নিয়ে প্রতিবাদ সভা করা হয়েছে। কামরাঙ্গীর চর থানার বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জের উপস্থিতিতে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু অজানা কারণে ঐ সকল হাসপাতাল বজ্য, পলিথিন বজ্য, প্লাষ্টিকের বিভিন্ন বজ্য ব্যবস্থাপনা কাযক্রম বন্ধ করা সম্ভব হচ্ছে না।
মাহদীনগর মহল্লায় ভালো ভাবে বসবাসের জন্য, জরুরী ভাবে সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা গ্রহণ করে ঐ সকল বজ্য ব্যবস্থাপনা কাযক্রম বন্ধ করা প্রয়োজন। সেই সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে মাহদীনগরবাসীকে দূর্গন্ধ, পরিবেশ দূষন, মশা মাছির দূর্গন্ধ, কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নির্মল পরিবেশ উপভোগ করার প্রয়োজনীয় সহযোগীতা কামনা করেছে এলাকাবাসী।