Thursday, April 25সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ঢাকা দোহারে সরকারি জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-৮

মোঃ শাহীনুজ্জামান শাহীন, ঢাকা থেকে: ঢাকার দোহার উপজেলার নিকড়া বটতলা এলাকায় সরকারি খাস জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আট জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য

আব্দুস সালাম খান জানান,সড়কের পাশের সরকারি খাস জমিতে আমার আত্মীয় আলমগীর শরীফ পাঁচ ছয় বছর আগে একটি দোকান উঠিয়েছে। বেশ কয়েক বছর আগে ঐ দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুস্কৃতিকারীরা। হটাৎ করে আপন খানের নেতৃত্বে ঐ জমিতে ওরা আওয়ামী লীগের অফিস বানাবে বলে একটি সাইন বোর্ড লাগায়।

আজ শুক্রবার সকালে দুই পক্ষের সাথে সমজোতা করার লক্ষ্যে আলোচনায় বসলে কথা বার্তার এক পর্যায়ে আপন খানের নেতৃত্ব ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে এতে আমরা পাঁচ জন গুরুতর আহত হই।

আহতরা হলেন, নুর আলম খান (৫৭), আব্দুস সালাম খান (৫২), নাছিমা আক্তার (৪০) উভয় পিতা হাজী মো. ছুরাত খান। নুর আলম খানের ছেলে সিহাব খান (২৩), জালাল খানের ছেলে সুহান খান (২৭) ও ছাত্তার খানের ছেলে রাসেল খান (২৫)।

এবিষয়ে দোহার উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আপন খান জানান,ঐ জমি আমার আত্মীয়দের ক্রয়কৃত জমি। আর,এস রেকর্ডে খাস খতিয়ানে পরছে। ঐ জমিতে আমাদের পার্টি অফিস বানাতে গেলে তারা বাঁধা দেয়।

এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি লেগে যায় এতে আমাদের দুই জন আহত হয়। তারা হলেন,লিটন খান, সবুজ খান। আপন খান আরও বলেন,আমি ঘটনাস্থলে ছিলাম না আমার নাম জয়িয়ে মিথ্যা বলা হয়েছে। আমি এর বিচার চাই।

এব্যাপারে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন,মারামারির ঘটনা টা জানতে পেরে সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার বাটন