Wednesday, September 3সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

ঢাকা ক্যান্টনমেন্ট বালুরঘা রয়ালস শপের উদ্বোধন

শাহিনুর রহমান, ঢাকা: ঢাকা ক্যান্টনমেন্ট বালুরঘাট রয়ালস শপের স্বত্তাধিকারী সফল নারী উদ্যোক্তা জেসমিন আক্তার এর রয়ালস শপের উদ্বোধন হয়েছে আজ।

কোয়ালিটি পোশাক মেয়েদের শাড়ী,থ্রি-পিচ,উন্নত মানের ওড়না,চাদর সহ সূতি পোশাকের নতুন শপ আজ বিকেল‌ ৫ টার পর ঢাকা ক্যান্টনমেন্ট বালুরঘাটে নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান এ শপের শুভ উদ্বোধন করে জেসমিন আক্তার এর উত্তর উত্তর সফলতা কামনা করেন।

এবিষয়ে রয়ালস শপের এমডি ব্যবস্থাপনা পরিচালক নতুন উদ্যোক্তা জেসমিন আক্তার বলেন,আমরা ক্রেতাদের রুচিসম্মত পোশাকের কোয়ালিটি বজায় রেখেই আমাদের এই যাত্রা। আশা রাখি ভালো মানের পোশাক সরবরাহ করে ক্রেতাদের চাহিদা পূরণ করতে সচেষ্ট থাকব।

আপনারা আমার এই রয়ালস শপে আসবেন কেনাকাটা করতে। আমি সূলভ মূল্যে আপনাদের চাহিদা মোতাবেক শাড়ী, থ্রি-পিচ সহ পোশাক সরবরাহ করবো।

শেয়ার বাটন