Monday, September 1সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জলসিড়ি বাস চাপায় কাপাসিয়ায় মাদরাসা শিক্ষক নিহত

সাইদুল ইসলাম রনি, গাজীপুর: ঢাকা কিশোরগজ্ঞ সড়কের গাজীপুরের কাপাসিয়া জলপাইতলা এলাকায় জলসিড়ি বাস চাপায় নুরুল আমীন নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমীন মনোহরদী কোঁচের চর দাখিল মাদরাসার শিক্ষক। সে কাপাসিয়া উপজেলার টোক নয়ন গ্রামের জয়নালের ছেলে। তাঁর দুটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের শ্যালক আসাদুল্লাহ মাসুম জানান, আমার বোন জামাই সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে জলপাইতলা এলাকায় সড়ক পারাপারের চেষ্টা করেন। এ সময় ঢাকা থেকে কিশোরগজ্ঞগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার লায়লা আখতার জানান, আহত নুরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, সড়ক দুর্ঘটনায় নুরুল আমীন নিহত হয়েছেন। জলসিড়ি বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে চালাক পালিয়ে যায়।

শেয়ার বাটন