

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের দাদরা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় এ উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশে জামালপুর ইউপি চেয়ারম্যান ও দাদরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসানুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা প্রকৌশক অধিদপ্তরের সহকারী প্রকৌশলি মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান সংসদ সদস্য সামছুল আলম দুদু।
এ সময় আরও বক্তব্য দেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বাবু নন্দলাল পার্শি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলামসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন জনপ্রতিনিধি।
সুধী সমাবেশ শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ৫ হাজার মানুষেমানুষের মাঝে খাবার বিতরণ, চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে লটারির মাধ্যমে কার্ষণীয় পুরুষ্কার বিতরণ এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।