Thursday, March 28সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

জয়পুরহাটে পরিবেশ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার পরিবেশ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা শহরের প্রফেসর পাড়া মাতৃভূমি আটিজম একাডেমী হলরমে আলোচনা সভা শেষে বৃক্ষরোপন করা হয়।

এসময় জেলা সবুজ আন্দোলন কমিটির সদস্য সচিব তাহরীম আল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের পরিচালক পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার এবং প্রধাণ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের পরিচালক পরিষদের পরিচালক অধ্যক্ষ নাদিয়া নুর তনু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র নন্দলাল পার্শী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, পৌর কাউন্সিলর পাপিয়া বারিক, মাতৃভূমি আটিজম একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি তিতাস মোস্তফা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ উন্নয়ন নদীগুলো বাঁধে গাছ লেগে আয় করা সম্ভব। করোনা ভাইরাস রোধে পরিবেশের ভূমিকা রয়েছে। পরিবেশরোধ করা না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে মনে করে সবুজ আন্দোলন। প্রতিবছর সটেনেবল গ্লোল সামনে রেখে কাজ করছে এই সংগঠন। সবুজ আন্দোলন একটি সামাজিক সংগঠন। কখন এ সংগঠন রাজনৈতিক দল হিসাবে রুপ নিবে না বলে জানা তিনি। এই সংগঠনের মাধ্যমে মানুষের সেবা করতে পারবেন। জনগণের কাছে পৌঁছাতে সবুজ আন্দোলন কাজ করে যাচ্ছে।

শেয়ার বাটন