

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: গতকাল রোববার (১৬ জুলাই) সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তাদের দেখতে যান।
আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা দিতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটজন নারী পুলিশ সদস্যসহ বিভিন্ন পদমর্যাদার ৩৯ জন পুলিশ সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব পুলিশ সদস্যদের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এসময় প্রতিনিধি দলটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে মানসিকভাবে উদ্বুদ্ধ করেন। তাদের বেশি করে তরলপানীয় ও ফল খাওয়ার পরামর্শ দেওয়াসহ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের নিকট খোঁজখবর নেন। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, চিকিৎসাধীন সবাই শঙ্কাযুক্ত রয়েছেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মোহাম্মদ মইনুল হাসান ও ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।