Monday, September 8সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কৃষক শ্রমিক জনতালীগ নেতা অধ্যক্ষ ইকবাল সিদ্দিকীর মৃত্যু

সাইদুল ইসলাম রনি, গাজীপুরঃ গাজীপুরের নয়নপুর গ্রামের রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট এলাকায় ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী ৪ মার্চ শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন।
রোববার বাদ জোহর কঁচি কাঁচা একাডেমি স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে তাঁর জানাযা নামাজ সম্পন্ন হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদির সিদ্দিকী বীরউত্তম, গাজীপুর-৩ আসন (শ্রীপুর) সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, বীরমুক্তিযোদ্ধা হাবীবুর রহমান তালুকদার (বীর প্রতীক), কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, মিঠুন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে মেয়ে মাটি সিদ্দিকী, স্ত্রী খালেদা সিদ্দিকী ও চার ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

শেয়ার বাটন