Monday, September 1সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে পুলিশী জালে ফেনসিডিলভ্যান সহ আটক-২

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ অভিনব কায়দায় ভ্যানে রক্ষিত মাদকের চালান নিতে এসে পুলিশই জালে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল’ ভ্যান সহ মোক্তার গাজী ও শম্ভু সরকার নামে ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নির্দেশে উপ-সহকারী পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে গত শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার সময় পাউখালী টেকনিক্যাল কলেজের সামনের রাস্তা হতে । ওঁত পেতে থাকা টহল দল ২ মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। পুলিশের হাতে আটককৃতরা হল কালিগঞ্জ থানার নলতা ইউনিয়নের সেহারা গ্রামের মৃত বশির গাজীর পুত্র মাদক কারবারি মোক্তার গাজী( ৫৬) এবং অপর সঙ্গী দেবহাটা থানার সখিপুর গ্রামের ললিত সরকারের পুত্র শম্ভু সরকার (২৮)। উক্ত ঘটনায় থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে রবিবার (২৮ জানুয়ারি) মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার নং ২১। মাদক আটক এর ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার্স ইন চার্জ মোঃ শাহিন সাংবাদিকদের জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের গত কাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

শেয়ার বাটন