Monday, September 1সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে অসুস্থ্য মরা গরুর মাংস বিক্রয়কালে জব্দ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: খুরা রোগে আক্রান্ত অর্ধমৃত গরু গোপনে ৯ হাজার টাকায় কিনে বেশি দামে বিক্রির সময় জনতার পিটুনি খেয়ে ভোঁদৌড় দিয়ে রক্ষা পেলেও জব্দকৃত মাংস বিনষ্ট ও দোকান সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (১ জুন) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের জীরন গাছা বাজারে। স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সাংবাদিকদের জানান শ্রীকলা গ্রামের সহিলুদ্দিন ওরফে সলু কসাইয়ের পুত্র মোজাহারুল ইসলাম (৩৬) গোবিন্দপুর গ্রামের মৃত সোহারাব সরদারের পুত্র মিলন (৩৪) এবং একই গ্রামের মৃত দেলবার সরদারের পুত্র মনসুর কসাই মিলে বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামের হযরত আলীর পুত্র আনারুলের নিকট থেকে খুরা রোগে আক্রান্ত অর্ধ মৃত একটি গরু ৯ হাজার টাকায় কিনে গোয়ালে ফেলে জবাই করে ভোরে জীবনগাছা বাজারে এনে বিক্রি শুরু করে। বিষয়টি জানা জানি হয়ে পড়লে স্থানীয় জনতা ওই কসাইয়ের দোকানে হামলা করে গণপিটুনি শুরু করে। ওই সময় সুযোগ বুঝে ধুরন্ধর ৩ কসাই পালিয়ে গেলেও ওই সময় স্থানীয় জনতা ১৬০ কেজি মাংস জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী এবং কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবাহান ঘটনাস্থলে যেয়ে জব্দকৃত ১৬০ কেজি মাংস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কেরোসিন দিয়ে পুড়িয়ে বিনষ্ট এবং ওই মাংস বিক্রির দোকান সিলগালা করে দেওয়া হয়। জিরনগাছা বাজারে বাবা মায়ের দোয়া নাম দিয়ে ভাই ভাই মাংসের দোকানের সাইনবোর্ডের আড়ালে মনসুর কসাই গং প্রতিদিন বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে মরা গরু এনে জবাই করে ভোর থেকে এঁড়ে গরু মাংস বলে ৭ শত টাকা কেজি দরে বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

শেয়ার বাটন