Friday, March 29সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জ উপজেলা (ভূমি) কর্মকর্তার নথি তলব

হাফিজুর রহমান, নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের১সহকারি কমিশনারের (সিএ) প্রভাবে হিমাদ্রি সরকার নামে এক ভুমি মালিকের নামজারি কেস বাতিলের বিরুদ্ধে সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত কর্তৃক সহকারি কমিশনার (ভূমি) কালিগঞ্জ কে নথি তলব করেছেন।

গত ৩১ অক্টোবর সাতক্ষীরার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক জেবুন্নেসা ১৮১/ কালিগঞ্জ নং স্মারকে এই নথি প্রেরণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) কালিগঞ্জকে বলা হয় আদালতে বিচারাধীন দেওয়ানি ৪৩০ /২২নং মামলার প্রয়োজনে আপনার কার্যালয়ে রক্ষিত মিস ০৯/২০২২-২০২৩ (১৫০ ধারা) মামলার নথি টি আগামী ২/ ১/২০২৩ তারিখে আদালত চলাকালীন সময়ে ১জন বিশেষ বাহক মারফত নিম্ন স্বাক্ষর কারীর কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া গেল।

কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত বলাই সরকারের পুত্র হিমাদ্রি সরকার তেতুলিয়া মৌজার সি,এস ১০০, এস,এ ১৭৪, বি,এস ১/১ খারিজ মতে ২২২৬ নং খতিয়ানের এস,এ ৪১২ দাগ, বি,এস ৩৫৩ দাগে ৫ শতক এবং এস.এ ৪১১ বি, এস ৩৫৪ দাগে ১৯ শতক মিলে মোট২৪ শতক জমি ১/১ খতিয়ানের উপর ৬৭২৩/ ২০২১ -২২ নং নামজারি কেস করিয়া সহকারী কমিশনার (ভূমি) কালীগঞ্জের রোকনুজ্জামান বাপ্পির স্বাক্ষরিত পৃথক ২২২৬ নং খতিয়ানের প্রাপ্ত হয়ে কর পরিশোধ করে ভক্ত খোলা আছেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার( সিএ) ভুপালি সরকারের গ্রামের বাড়ি তেতুলিয়ায় হওয়ায় এসিল্যান্ডের উপর প্রভাব খাটিয়ে ১৫০ ধারায় মিস ০৯/২০২২ -২৩ নং বাতিলের মামলা করে।

বিষয়টি জানতে পেরে ভুমি মালিক হিমাদ্রি সরকার ন্যায় বিচারের আশায় সাতক্ষীরার সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৪৩০/ ২২ মামলা দায়ের করে। বিষয়টি জানতে পেরে তেতুলিয়া গ্রামের মৃত ভোলানাথ সরকারের পুত্র মঙ্গল সরকার, মৃত নিতাই সরকারের পুত্র নিমাই সরকার, বৃন্দাবন সরকারের পুত্র নবকুমার এবং শ্রীধর সরকার রাতের আঁধারে জমি জবর দখল করার জন্য জীবননাশের হুমকি দিতে থাকে। উক্ত ঘটনায় গত শনিবার( ৪ নভেম্বর) রাতে হিমাদ্রি সরকার বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। সাধারণ ডায়রি নাম্বার ২১৩। বিষয়টি নিয়ে এখন উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে বলে এলাকাবাসীর ধারণা।

শেয়ার বাটন