

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: নিজস্ব স্বাধীন ভূখণ্ডের দাবি, বৈষম্য ,শাসনের যাঁতাকল থেকে মুক্তি পেতে স্বাধীনতার দাবিতে দলমত নির্বিশেষে পূর্ব পাকিস্তানের জনগণ দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রম হানির বিনিময়ে পেয়েছিল মুক্তির স্বাদ বিজয়ের আনন্দ। ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই দিনে অর্জিত হয়েছিল বাঙালি জাতির বিজয়ের একটি লাল সবুজ খচিত নতুন পতাকা, মানচিত্র । রচিত হয়েছিল বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের। দীর্ঘ সংগ্রামে জাতি একটি স্বাধীন দেশ পেলেও দূর হয়নি বৈষম্য, বঞ্চনা। তাই ছাত্র জনতার আন্দোলনে গঠিত গণতন্ত্র প্রতিষ্ঠায় মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে সারাদেশের ন্যায় গত সোমবার (১৬ ডিসেম্বর) দিনভর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে নানান আয়োজনে যথা যোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিএনপি ,জামায়াত ,রাজনৈতিক দলগুলোর সহযোগী সংগঠন, স্কুল ,কলেজ ,মাদ্রাসা সহ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক ,বীমা ,প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে । দিবস টি পালন উপলক্ষে কর্মসূচির মাধ্যমে ছিল কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর সাড়ে ৫ টার সময় কালিগঞ্জ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা । সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ,বেসরকারি ,অফিস, আদালত প্রতিষ্ঠানসহ বিভিন্ন হাট বাজারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করা হয় । উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন ।এরপর কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন। কালিগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে বিএনপি সহ সহযোগী সংগঠন ছাত্রদল ,যুবদল, স্বেচ্ছাসেবক দল ,তাঁতি দল ,শ্রমিক দল , ওলামা দল , পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন । কালিগঞ্জ থানা জামায়তের আমির আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে শ্রদ্ধা জানান। এছাড়াও সোনালী ব্যাংক, বিভিন্ন সাংবাদিক সংগঠন, লেডিস ক্লাব ,বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ,কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ফায়ার সার্ভিস ইউনিট সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল সাড়ে ৮ টায় মহৎপুর সরকারি কবরস্থানে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন ও দেশ ও জাতির মঙ্গল সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।ওই সময় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান । ৯ টা ২০ মিনিটে উপজেলা পরিষদ মাঠ চত্বরে বিজয় মেলার উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয় । উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, কালিগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু ,কালিগঞ্জ থানা জামায়তের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ। বিকাল সাড়ে ৩ টায় লেডিস ক্লাবের উদ্যোগে মহিলাদের আলোচনা সভা, বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধা সমন্বয় এবং উপজেলা পরিষদ ও প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় । সন্ধ্যা ৭ টায় উপজেলা মাঠ চত্বরে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে। বিকালে উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল বিজয় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাক শিয়ালি সেতুসংলগ্ন মুরাল পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । ওই সময় উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুরূপ ভাবে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশাল বিজয় শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ফুলতলা জামায়তের উপজেলা কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।