Friday, April 4সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জে শামছুর হত্যা মামলার প্রধান আসামি ফজর ঢাকা থেকে গ্রেপ্তার

আরাফাত আলী, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরের ভগ্নিপতি সামছুর গাজী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্যালক ফজর আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার দারুসসালাম এলাকার বসুপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃত ফজর আলী (৫৫) কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আরশাদ আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সামছুর গাজীর ছেলে মিজানুর রহমান ঘেরে মাছ চুরি করেছে এমন অভিযোগ নিয়ে গত ১৫ সেপ্টেম্বর দুপুর দেড়টার সামছুর গাজীর বাড়িতে যেয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে তার শ্যালক ফজর আলী ও আহাদ আলী গং। এক পর্যায়ে বড় শ্যালক ফজর আলী গাজী ও ছোট শ্যালক আহাদ আলী গাজী শাবল দিয়ে ভগ্নিপতি সামছুর গাজীর মাথায় এবং শরীরে এলোপাথাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তারা তাদের বোনকেও আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে সামছুর গাজীকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে শাহিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে র‌্যাব-৬, সাতক্ষীরার একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারে গোপনে ছায়াতদন্ত শুরু করে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প ও র‌্যাব-১ ঢাকার একটি যৌথ আভিযানিক দল চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ফজর আলী ঢাকা জেলার দারুস সালাম এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর মামলার ২ নং আসামি আহাদ আলী গাজীকে যশোরের মনিরামপুর এলাকা থেকে এবং ৬ নং আসামি উপজেলার কালিকাপুর গ্রামের বাকি ফকিরের ছেলে শাহিনুর রহমানকে (৩২) গত ১৫ সেপ্টেম্বর কৃষ্ণনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি ফজর আলী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

কালিগঞ্জে অবৈধভাবে স্কুলের মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন
আরাফাত আলী স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার সামছুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার বৈদ্য, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জোরপূর্বক ঘর বেঁধে বসবাস করছেন কাশিবাটি গ্রামের মৃত নওশের আলীর ছেলে মীর নজরুল ইসলাম এবং একই গ্রামের মৃত মহাতাব আলীর ছেলে মীর রমজান আলী। বিদ্যালয়ের রেকর্ডীয় সম্পত্তি হওয়া সত্বেও ওই ভূমিদস্যুরা জোর করে মাঠে ঘর বেঁধে বসবাস করছেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি অবৈধভাবে ঘর বাঁধা ভূমিদস্যুদের হাত থেকে মাঠকে মুক্ত করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হোক।
এসময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার বাটন