

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ জুড়ে পালিত হলো বাঙালির পহেলা বৈশাখ বা প্রথম নববর্ষ । বদলে যাওয়া বাংলাদেশে ১৪৩২ বঙ্গাব্দকে সম্প্রীতির বন্ধনের প্রত্যাশায় সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা জুড়ে গত সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানান আয়োজনে পালিত হলো বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ ও নববর্ষ। আর এই দিবসটি পালন উপলক্ষে উপজেলা জুড়ে বর্ণিল সাজে সেজেছিল উপজেলা প্রশাসন, সরকারি, বেসরকারি অফিস, আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক ও সায়িত্ব শাসিত প্রতিষ্ঠান গুলো। সকাল ৮ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজ ও প্রতিষ্ঠানের সদস্যরা বিভিন্ন সাজে সেজেছিল। কেউ কামার, কোমর, নাপিত, সুদখোর ,মহাজন, জমিদার ,পালকি, জেলে ,কৃষক সহ নানান ঢঙ্গে সেজে শোভাযাত্রাকে সাফল্য মন্ডিত করে তোলে। শোভাযাত্রায় কালীগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ কলেজ, কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রী কলেজ, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ,কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুশীলন এনজিও ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বাহির হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠ চত্বরে বাঙালির চিরাচরিত পান্তা ভাত অনুষ্ঠান উপজেলা শিল্পকলা একাডেমী ও লেডিস ক্লাবের সমন্বয়ে নৃত্য যাদু প্রদর্শন সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মধ্যে হাড়িভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয় ওই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছাত্র সমন্বয় করা। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে। এ ছাড়াও দিনব্যাপী নলতা কে বি এ রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তারালি মাধ্যমিক বিদ্যালয় ,বিষ্ণুপুর পিকেএম হাই স্কুল ,চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়, কুশুলিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় ,শিমু রেজা এমপি কলেজ , রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ,ভাড়া সিমলা মাধ্যমিক বিদ্যালয়, উজ্জীবন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়, কাটুনিয়া রাজবাড়ী কলেজ , কিশান মজদুর একাডেমী মাধ্যমিক বিদ্যালয় , নেঙ্গি মাধ্যমিক বিদ্যালয় ,ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় , গোবিন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয় কাটুনিয়া মাদ্রাসা , দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসা, কুশুলিয়া মাদ্রাসা ,কালিগঞ্জ নাসিরুল আলম দাখিল মাদ্রাসা ,জাফরপুর মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে পহেলা বৈশাখ বা নববর্ষ পালন করে।