Saturday, April 5সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জে জামায়াতের আয়োজনে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত

মামুন বিল্লাহ ও তরিকুল ইসলাম, (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা পেশাজীবী বিভাগের আয়োজনে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা অফিস কক্ষে অনুষ্ঠিত সমাবেশে কালিগঞ্জ উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পেশাজীবী বিভাগের সেক্রেটারী মোস্তফা আসাদুজ্জামান মুকুল। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শুরা সদস্য এ্যাডভকেট আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে পাঠ করেন মোঃ রবিউল ইসলাম এবং দারসুল হাদিস পাঠ করেন দাওয়াহ ও ওলামা বিভাগের দায়িত্বশীল নুরুজ্জামান হাবীবী।

শেয়ার বাটন