Thursday, April 25সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কাপাসিয়ায় আইনগত সহায়তা বিষয়ক গণশুনানি

সাইদুল ইসলাম রনি, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর কাপাসিয়া উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি আজ ২২ সেপ্টেম্বর সকালে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ ওহাব খাঁন খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ সুমাইয়া রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইডের সভাপতি এডভোকেট আমানত হোসেন খাঁন।

USAID এর অর্থায়নে জেলা লিগ্যাল এইড প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) গাজীপুর কমিটির আয়োজনে প্রকল্প সমন্বয়কারী তারিকুল ইসলাম, ইউপি সদস্য আঃমান্নান, কামাল হোসেন, আলী নেওয়াজ মঞ্জুর, কাইয়ুম মোল্লা, সংরক্ষিত নারী চম্পা রানী, লিগ্যাল এইডের উপজেলা সমন্বয়ক মাজেফা ইয়াসমিন প্রমূখ।

এ সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নারী-পুরুষ সরকারি খরচে কি ভাবে আইনগত সহায়তা পাওয়া যায় সেই বিষয়ে সিনিয়র জজ সুমাইয়া রহমান বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সরকারি ভাবে লিগ্যাল এইড মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা ও পরামর্শ নেওয়ার ব্যাপারে সকলকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার বাটন