Tuesday, April 23সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কাপাসিয়ায় হাঁস মুরগি পশু পালনে মাসব্যাপী যুব উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু

সাইদুল ইসলাম রনি,গাজীপুরঃ আধুনিক প্রযুক্তিতে হাঁস মুরগি ও পশু পালনে কাপাসিয়া উপজেলার ত্রিশ যুব উদ্যোক্তার মাসব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া এ তথ্য দিয়েছেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মামুন প্রশিক্ষণ দিচ্ছেন।
ডা. রাশেদুজ্জামান মিয়া বলেন, হাঁস মোরগ ও পশু পালনে এটা প্রাথমিক পর্যায়ের মৌলিক প্রশিক্ষণ। এতে যুবকেরা আধুনিক পদ্ধতিতে খামাড় করতে পারবে। পর্যায়ক্রমে এক হাজার যুব উদ্যোক্তাকে এ প্রশিক্ষণ শেষে সনদ পত্র দেওয়া হবে।
উদ্যোক্তা রায়হান রিজন বলেন. আমরা যাতে আধুনিক খামারি হতে পারি এই জন্য এই প্রশিক্ষণ। উপজেলার বারিষাব লোহাদী গ্রামের উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস জেরিন, বাঘিয়া গ্রামের আল আমীন. চাধপুরের আমিনুল ইসলাম, দুর্গাপরের পাভেল জানায়, হাঁস মুরগি ও পশুর রোগ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, খামার ব্যবস্থা, হৃষ্টপৃষ্ঠ করণসহ সার্বিক আধুনিক প্রযুক্তি ধারণা শেখানো হচ্ছে।

শেয়ার বাটন