Saturday, April 20সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা

সাইদুল ইসলাম রনি, গাজীপুরঃ কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদান করা কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে নিজস্ব মিলনায়তন সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের মধ্যে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাশ, সহ সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, কাপাসিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক সামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, দৈনিক ভোরের কাগজের নূরুল আমিন সিকদার, দৈনিক সংবাদের সমীর বনিক, দৈনিক সমকালের আবঃ কাইয়ুম, প্রতিদিনের সংবাদের শফিকুল আলম সবুজ, মাইটিভির মজিবুর রহমান, দৈনিক দেশরুপান্তরের তপন, দেশবাংলার কান্টি এডিটর গোলাম সারোয়ার, দৈনিক আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, দৈনিক আজকালের খবরের সাইদুল ইসলাম রনি, দৈনিক মুক্ত খবরের আকরাম হোসেন হিরন, দৈনিক দেশবাংলার মাহাবুর রহমান, সাপ্তাহিক শীতলক্ষ্যার সাইফুল ইসলাম নান্না, দৈনিক মুক্ত বলাকার মিজানুর রহমান, দৈনিক প্রভাতের জাহাঙ্গীর আলম, জবাবদিহির মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন ৷

এসময় সাংবাদিকরা মাদক, জুয়া, কিশোর গ্যাং, যানজট নিরসন, থানায় এসে সাধারণ মানুষের হয়রানি নিরসনের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ ভাবে নজর দেওয়ার আহবান করেন নবাগত ওসি এএইচএম লুৎফুল কবীরকে।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর সাংবাদিকদের সাথে একাত্মতা পোষণ করে বলেন বখাটে চুলের কাটিং ও বিভিন্ন মোটরসাইকেলে সাইরেন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
ওসি লুৎফুল কবীর আরো বলেন,
সাংবাদিক সমাজ ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, কিশোরগ্যাং, ইভটিজিং সহ সব অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাবে। আর এই জন্য নবাগত ওসি কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের কাছে একান্ত সহযোগিতা চেয়েছেন।

শেয়ার বাটন